ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুতুপালং ক্যাম্পে ছুরিকাঘাতে রোহিঙ্গা নিহত, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
কুতুপালং ক্যাম্পে ছুরিকাঘাতে রোহিঙ্গা নিহত, আটক ১

ঢাকা: কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মমতাজ (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরিফুল্লাহ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৩ জানুয়ারি) দুপুর ১ টার দিকে ক্যাম্পের মধুরছড়ার গুলশান পাহাড়ের লম্বাশিয়া ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, মায়ানমারে থাকা অবস্থায় আরিফের ভাইয়ের হত্যার সঙ্গে নিহত মমতাজও তার পরিবার জড়িত ছিলেন।

এরই জের ধরে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব চলছিলো।  তাই, ভাই হত্যার প্রতিশোধ নিতেই আরিফ এ ঘটনা ঘটিছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, আটক আরিফের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।