ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নলডাঙ্গায় উন্নয়ন মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৮
নলডাঙ্গায় উন্নয়ন মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ নলডাঙ্গায় উন্নয়ন মেলায় পুরস্কার বিতরণ করা হচ্ছে

নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলায় তিন দিনব্যাপী উন্নয়ন মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার সময় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত উন্নয়ন মেলার সমাপনী দিনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. রেজা হাসান।

এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন-উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আলমগীর পাশা, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসএম ফিরোজ, উপজেলা কৃষি অফিসার আমিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আয়েশা সিদ্দিকা, বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জালাল উদ্দিন প্রমুখ।

পরে মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ১৩ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।