ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নাটোরে পৌষ মেলা ও পিঠা উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
নাটোরে পৌষ মেলা ও পিঠা উৎসব নাটোরে পৌষ মেলা পিঠা ‍উৎসব

নাটোর: সাংস্কৃতিক ও ক্রীড়ামনস্ক সমাজ গঠনের লক্ষ্যে নাটোরে পৌষ মেলা, পিঠা উৎসব, ও ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ জানুয়ারি) দিনব্যাপী পিকেএসএফ’র সহায়তায় শহরের নাটোর টিএমএসএস প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. চিত্রলেখা নাজনীন এ উৎসবের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন-সহকারী কমিশনার সুমিত সাহা, টিএমএসএস ডিভিশনাল হেড রফিকুল ইসলাম, টিপিই অধ্যক্ষ আব্দুর কুদ্দুস প্রমুখ।

পরে টিএমএসএস প্রাঙ্গণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়। পরে বাল্যবিয়ে ও মাদকমুক্ত সমাজ গঠনের অংশ হিসেবে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের অংশগ্রহণে সাইকেলিং অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, ১৪ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।