ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নাটোরে অধ্যক্ষকে লাঞ্চিত করায় ক্লাস বর্জন করে প্রতিবাদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
নাটোরে অধ্যক্ষকে লাঞ্চিত করায় ক্লাস বর্জন করে প্রতিবাদ

নাটোর: নাটোর সদর উপজেলার কাফুরিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ লুৎফর রহমানকে লাঞ্ছিতকারী বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

রোববার (১৪ জানুয়ারি) সকাল থেকে বিকেলে পর্যন্ত ক্লাস বর্জন করে এর প্রতিবাদ জানান তারা।

শনিবার (১৩ জানুয়ারি) কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লবকে নির্বাচিত করাকে কেন্দ্র করে বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি শাহ আলম ও তার সহযোগীরা কলেজ ক্যাম্পাসে ঢুকে অধ্যক্ষ লুৎফর রহমানকে মারপিটসহ লাঞ্ছিত করেন।

এ ঘটনায় সদর থানায় একটি অভিযোগ করা হয়।

অধ্যক্ষ লুৎফর রহমান বাংলানিউজকে জানান, এখনও তিনি আতঙ্কে রয়েছেন। ভয়ে কলেজে যেতে সাহস করছেন না।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মশিউর রহমান বাংলানিউজকে জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।