ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পেকুয়ায় দুর্বৃত্তের গুলিতে স্কুলশিক্ষক আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
পেকুয়ায় দুর্বৃত্তের গুলিতে স্কুলশিক্ষক আহত

কক্সবাজার: পেকুয়ায় দুর্বৃত্তের গুলিতে নিরুপম দাশ (৪৫) নামে এক স্কুলশিক্ষক আহত হয়েছেন।

রোববার (১৪ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার রাজাখালী এলাকার রব্বত আলীপাড়ায় এ ঘটনা ঘটে।

আহত স্কুলশিক্ষক চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরই কড়া এলাকার মৃত নেপাল চন্দ্র দাশের ছেলে।

তিনি রাজাখালী এয়ার খান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

স্থানীয়রা জানান, রাতে রব্বত আলীপাড়া থেকে প্রাইভেট পড়ানো শেষে স্কুলে ফিরছিলেন নিরুপম। এসময় কুয়াশাছন্ন অন্ধকারে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
বিএসকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।