ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে ছাদের রেলিং ভেঙে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
মাদারীপুরে ছাদের রেলিং ভেঙে শ্রমিকের মৃত্যু

মাদারীপুর: মাদারীপুরে নতুন ভবনের ছাদের রেলিং ভেঙে নিচে পড়ে মো. সবুজ খান (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি) সকাল ১১টার দিকে সদর উপজেলার শকুনী লেক সংলগ্ন একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে। সবুজ রাজবাড়ীর কালিচানপুর গ্রামের সরোয়ার হোসেন খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক অধিদফতরের নির্বাহী প্রকৌশলীর বিল্ডিংয়ে কাজ করতেন নির্মাণ শ্রমিক সবুজ। সকালে বিল্ডিংয়ের নতুন ছাদের কাজ করার জন্য তিনি রেলিংয়ের পাশে যান। এসময় রেলিং ভেঙে তিনি নিচে পরে গেলে আহতাবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।