ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কলারোয়ায় ৫ সোনার বারসহ চোরাকারবারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
কলারোয়ায় ৫ সোনার বারসহ চোরাকারবারী আটক

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ভারতে পাচারকালে পাঁচটি স্বর্ণের বারসহ নাজিমউদ্দিন নামে এক চোরাকারবারীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার সীমান্তবর্তী কেরালকাতা ইউনিয়নের কর্মকারপাড়ার মদনপুর মোড় থেকে তাকে আটক করা হয়।

নাজিমউদ্দিন একই উপজেলার দক্ষিণ ভাদিয়ালি গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বাংলানিউজকে জানান, বাগআচড়া থেকে ভারতে পাচারের জন্য চোরাকারবারীদের একটি গ্রুপ স্বর্ণের চালান নিয়ে আসছে এমন খবরের ভিত্তিতে মদনপুর মোড় থেকে নাজিমউদ্দিনকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে পাঁচটি স্বর্ণের বার জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, ১৫ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।