ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
বরিশালে পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি  বেতন-ভাতা ও পেনশনের দাবিতে বরিশালে পৌর কর্মচারীদের কর্মবিরতি 

বরিশাল: রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশনের দাবিতে দুইদিনের কর্মবিরতি পালন করছেন বরিশালের সব পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। 

সোমবার (১৫ জানুয়ারি) সকাল থেকে বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিএপিএস) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্ব-স্ব পৌরসভায় কর্মচারীরা এ কর্মসূচি পালন করছেন।

অ্যাসোসিয়েশনের বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির জানান, সকাল থেকে একযোগে বরিশালের গৌরনদী, উজিরপুর, বানারীপাড়া, মুলাদী, মেহেন্দীগঞ্জ, বাকেরগঞ্জসহ ছয়টি পৌরসভায় দুইদিনের কর্মবিরতি শুরু হয়েছে।

অবিলম্বে তাদের দাবি মানা না হলে সামনে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

অ্যাসোসিয়েশনের বরিশাল বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান সুপন বলেন, বরিশাল ছাড়াও পটুয়াখালী ও ঝালকাঠিসহ বিভাগের ৬ জেলার ২৭টি পৌরসভায় একযোগে কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা-কর্মচারীরা।

এদিকে কর্মবিরতির সময় স্ব-স্ব পৌরসভার সামনে অবস্থান নিয়ে সমাবেশ করেছেন পৌর কর্মকর্তা-কর্মচারীরা।

 বাংলা‌দেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জানুয়া‌রি ১৫, ২০১৮
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।