ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

ফুলগাজীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
ফুলগাজীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ফেনী: ফেনীর ফুলগাজী উপজেলায় পিকআপভ্যানের ধাক্কায় মাহমুদ (১৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। 

সোমবার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ফেনী বিলোনিয়া আঞ্চলিক মহাসড়কের মুন্সীরহাট কুতুবপুর রাস্তার মাথা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। মাহমুদ শর্শদী ইউনিয়নের গজারিয়াকান্দী গ্রামের বাসিন্দা।

নিহতের ভগ্নিপতি নুরুল আমিন শাওন জানান, বিকেলে মাহমুদ মোটরসাইকেলে করে মুন্সীরহাট কুতুবপুর রাস্তা থেকে ফেনী পরশুরাম সড়কে ওঠার সময় বিপরীত থেকে আসা একটি পিকআপভ্যান ধাক্কায় দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৮
এসএইচডি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।