ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ব‌রিশালে সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্র নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
ব‌রিশালে সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্র নিহত

ব‌রিশাল: ব‌রিশালের খয়েরাবাদ সেতুতে মোটরসাইকেল ও পিকআ‌প ভ্যানের সংঘর্ষে দুই কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আ‌রও এক যুবক আহত হয়েছে। 

শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ব‌রিশাল-পটুয়াখা‌লি সড়কের ওই সেতুর ওপর এ দুর্ঘটনা‌ ঘটে।

নিহতরা হলেন- ঝালকা‌ঠির নল‌ছি‌টি উপজেলার সুজাবাদ এলাকার বা‌সিন্দা সহিদ পেশকারের ছেলে ও সরকা‌রি ব‌রিশাল কলেজের এইচএস‌সি প্রথমবর্ষের ছাত্র রাহাত (১৮) এবং একই এলাকার জালাল হোসেনের ছেলে ও ব‌রিশাল প‌লিটেক‌নিক ইন‌স্টি‌টিউটের ছাত্র শা‌কিল (২০)।

এ ঘটনায় গুরুতর আহত তাদের আরেক বন্ধু নল‌ছি‌টির শ্রীরামপুর এলাকার মোস্তফা হাওলাদারের ছেলে হিরনকে (১৮) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভ‌র্তি করা হয়েছে।

উদ্ধারকারী ও নিহতের স্বজনরা জানান, ব‌রিশাল সদর উপজেলার কর্ণকাঠী এলাকার খয়েরাবাদ সেতুর ওপরে একটি মোটরসাইকেল ও ‌পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালকসহ তিন আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ব‌রিশাল শেবা‌চিম হাসপাতালে নিয়ে গেলে শা‌কিল ও রাহাতকে চি‌কিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চি‌কিৎসক দাস রনবীর বাংলানিউজকে বলেন, ওই দুইজনকে মৃত ঘোষণা করা হয়েছে এবং হিরন নামে একজনকে হাসপাতালে ‌চি‌কিৎসা দেওয়া হচ্ছে।

বাংলা‌দেশ সময়: ২০২৬ ঘণ্টা, জানুয়া‌রি ২৬, ২০১৮
এসএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।