ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

হাজারীবাগে ছুরিকাঘাত করে ২০ হাজার টাকা ছিনতাই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
হাজারীবাগে ছুরিকাঘাত করে ২০ হাজার টাকা ছিনতাই

ঢাকা: রাজধানীর হাজারীবাগে জাকির হোসেন (১৯) নামে এক তরুণকে ছুরিকাঘাত করে ২০ হাজার টাকা ছিনতাই করেছে দুষ্কৃতিকারীরা।

শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাজারীবাগের  জয়নুল হক শিকদার ওমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পেছনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।  

আহতাবস্থায় জাকিরকে রাত ৯টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জাকির কামরাঙ্গীরচরের আব্দুর রবের ছেলে। আব্দুর রব বাংলানিউজকে জানান, জাকির ইলেকট্রিক মেরামতের কাজ শিখছেন।  

সন্ধ্যায় নিকটস্থ রায়ের বাজার এলাকায় তার বাবার এক পাওনাদারের কাছ থেকে ২০ হাজার টাকা নিয়ে পায়ে হেঁটে কামরাঙ্গীচরের বাসায় ফেরার পথে শিকদার মেডিকেলের পেছনে ৪-৫ জন ছিনতাইকারী জাকিরের পথরোধ করে। এসময় তার কাঁধে ও পিঠে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।  

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, জাকির ঢামেকে চিকিৎসাধীন আছেন।

বাংলাদেশ সময়: ২২৪২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৮
এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।