ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৮
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

সিলেট: মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের যোগাযোগ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেটের ফেঞ্চুগঞ্জ রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

এতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস মাইজগাঁওয়ে এবং ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন কুলাউড়া রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে।  

সিলেট রেলওয়ে স্টেশন মাস্টার কাজি শহিদুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সিলেটে আসার পথে ঘটনাস্থলে আসামাত্র মালবাহী ট্রেনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়।

 কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। ঘণ্টাখানেকের মধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক হতে পারে বলে জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
এনইউ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।