ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৮
সাভারে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাভার, ঢাকা: সাভারে রিতা আক্তার (১৫) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে সাভার পৌর এলাকার মধ্যগেন্ডা মহল্লার ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রিতা ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার বাপ্পি মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানায়, বুধবার (৩১ জানুয়ারি) রাতে প্রতিবেশী সাইফুলের সঙ্গে পালিয়ে যায় রিতা। সকালে রিতা বাড়ি ফিরলে স্বজনেরা তাকে শাসন করে সাইফুলের সঙ্গে যোগাযোগ বন্ধ রাখতে বলে। এরপর রিতা ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ রিতার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।  

সাভার মডেল থানার উপ-পরির্দশক (এসআই) সুজায়েত বাংলানিউজকে জানান, ওই কিশোরীর আত্মহত্যার কারণ তদন্ত করা হচ্ছে । এ বিষয়ে সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।