ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাজস্থলীতে অবৈধ কাঠসহ ট্রাক জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৮
রাজস্থলীতে অবৈধ কাঠসহ ট্রাক জব্দ জব্দ করা কাঠ

রাঙামাটি: রাঙামাটির রাজস্থলী উপজেলায় তিন লক্ষাধিক টাকার অবৈধ কাঠসহ ট্রাক জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে এসব কাঠ জব্দ করা হয়।

বন বিভাগের সংশ্লিষ্ঠরা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকুর রহমান উপজেলার বাঙালহালিয়া আসার সময় একটি অবৈধ কাঠ বোঝাই ট্রাক দেখতে পান।

এসময় ট্রাকে থাকা লোকজন ইউএনও’র উপস্থিতি টের পেয়ে সড়কে কাঠ ফেলে দেন। পরে ইউএনও বাঙালহালিয়া ক্যাম্পে খবর দিলে ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার এমদাদুল হক এবং বন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কাঠ বোঝাই ট্রাকটি আটক করতে পারলেও ট্রাকের লোকজন পালিয়ে যায়।

বাঙালহালিয়া স্টেশন কর্মকর্তা কনক বড়ুয়া বাংলানিউজকে জানান, উদ্ধার করা ট্রাক এবং কাঠ বন বিভাগের হেফাজতে রয়েছে। এ ঘটনায় বন মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।