ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে বস্তির আগুনে পুড়ে শিশুর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৮
যাত্রাবাড়ীতে বস্তির আগুনে পুড়ে শিশুর মৃত্যু

ঢাকাঃ রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর সিটিপল্লী আয়নাল বস্তিতে আগুনে পুড়ে নীরব (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বেলা দেড়টার দিকে  অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার পর ঘরের ভিতরে আটকা পড়ে শিশু নীরবের মৃত্যু হয়।

তার পিতা নাম মোঃ ফারুক  হোসেন। তারা ওই বস্তিতে থাকতো।

বিনা ময়না তদন্তে পরিবারের কাছে নীরবের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মিজানুর রহমান জানান, বেলা দেড়টার দিকে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ৪টি ইউনিট আয়নাল বস্তিতে ছুটে গিয়ে সোয়া ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ৪ থেকে ৫টি বস্তিঘর পুড়ে গেছে।

বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮

এজেডএস/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।