ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে পরিত্যক্ত অবস্থায় রিভলবার উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৮
বরিশালে পরিত্যক্ত অবস্থায় রিভলবার উদ্ধার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া রিভলবার/ ছবি: বাংলানিউজ

ব‌রিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলবার উদ্ধার করেছেন জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দিনগত রাতে ডিবি ‍পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার বিকেলে পরিদর্শক কাজী মাহাবুবর রহমানের নেতৃত্বে একটি দল মাদকদ্রব্য উদ্ধারে অভিযান পরিচালনাকালে উপজেলার মাধবপাশা এলাকার মো. কাঞ্চন আলী তালুকদারের বসত ঘরের পেছনে থেকে পলিথিন দিয়ে ঢাকা অবস্থায় একটি রিভলবার উদ্ধার করে।

এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে বরিশাল এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

এদিকে, জেলা পুলিশের গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. হেলালুজ্জামানের নেতৃত্বে বরিশালের হাসপাতাল রোডে অভিযান চালানো হয়। এ সময় মো. জাহাঙ্গীর হোসেন সরদার (৪৪) নামে এক ব্যক্তিকে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

আটক জাহাঙ্গীর পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়ীয়া চর হোসনাবাদ গ্রামের মো. ইদ্রিস আলী সরদারের ছেলে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়া‌রি ০২, ২০১৮
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।