ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কোর্টের নির্দেশ না মেনে দোকান নির্মাণ, প্রাণনাশের হুমকি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
কোর্টের নির্দেশ না মেনে দোকান নির্মাণ, প্রাণনাশের হুমকি ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন-ছবি-বাংলানিউজ

খাগড়াছড়ি: হাইকোর্টের নির্দেশনা অমান্য করে এক পাহাড়ি পরিবারের জায়গায় স্থায়ী দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছে ভুক্তভোগীরা।

শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের হলরুমে সংবাদ সম্মেলনে করে এ অভিযোগ করেন ভুক্তভোগী রাপ্রু চাই চৌধুরী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০০৩ সালের ২ আগস্ট হাইকোর্টের নির্দেশনায় খাগড়াছড়ি পৌর শহরের মালিকানাধীন জমিতে স্থিতিবস্থার নির্দেশনা দেওয়া হয়।

কিন্তু পৌরসভার মেয়র রফিকুল আলমের নির্দেশে কাজী নজরুল ইসলাম ও জয়নাল আবেদিন জোরপূর্বক ওই জায়গায় স্থায়ী অবকাঠামো নির্মাণ করছেন।

পাশাপাশি ভুয়া মালিকানা দেখিয়ে বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভলপমেন্ট ফান্ডের (বিএমডিএফ) অর্থায়নে পুনরায় মার্কেট নির্মাণের ষড়যন্ত্র করছেন বলে জানানো হয়। এ বিষয়ে বাধা দিতে গেলে পৌর মেয়র হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সংবাদ সম্মেলন থেকে সমস্যা নিরসনে প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা ও হস্তক্ষেপ কামনা করে মেয়র রফিকুল আলমের অপসারণ দাবি করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভুক্তভোগী সাগরিকা ত্রিপুরা, ফাইকা চৌধুরী ও সীমা চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।