ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় বাংলা ভাষার শুদ্ধ প্রয়োগ নিশ্চিতে ক্যাম্পেইন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
নওগাঁয় বাংলা ভাষার শুদ্ধ প্রয়োগ নিশ্চিতে ক্যাম্পেইন ভুল বানান শুদ্ধ করে লিখছে শিক্ষার্থীরা

নওগাঁ: ‘শুদ্ধ বাংলা শুদ্ধ উচ্চারণ’ এ স্লোগান নিয়ে বাংলা ভাষার শুদ্ধ প্রয়োগ নিশ্চিত করতে নওগাঁর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাসব্যাপী ক্যাম্পেইন শুরু করেছে একুশে পরিষদ নামে স্থানীয় একটি সামাজিক সংগঠন।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুল চত্বরে ক্যাম্পেইনের উদ্বোধন করেন রংপুর সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক আতাহার আলী খাঁন।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ডিএম আব্দুল বারী।

এসময় সেখানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন-নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, সাবেক অধ্যাপক আতাউল হক সিদ্দিকী প্রমুখ।

শুরুতেই জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীদের হাতে প্রশ্নপত্র আকারে কিছু ভুল বানান দেওয়া হয়। যা তারা খাতা-কলমে শুদ্ধ করে লিখে। পরে শিক্ষার্থীদের উদ্দেশে শুদ্ধ বাংলা শিক্ষার গুরুত্ব ও উপায় তুলে ধরে বক্তব্য রাখেন বক্তারা। ভাষার মাস ফেব্রুয়ারি জুড়ে জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ক্যাম্পেইন চলবে বলে জানান আয়োজকরা।
 
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, ০৩ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।