ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু সোমবার 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৮
খুলনায় ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু সোমবার  খুলনা সার্কিট হাউজে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন

খুলনা: খুলনা সার্কিট হাউজ মাঠে তিন দিনব্যাপী ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা- ২০১৮’ শুরু হচ্ছে সোমবার (০৫ ফেব্রুয়ারি)। 

শনিবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এবারের ডিজিটাল উদ্ভাবনী মেলায় পাঁচটি প্যাভিলিয়নের আওতায় মোট ৭৫টি স্টল অংশ নেবে।

এ বিষয়ে খুলনা জেলা প্রশাসক (ডিসি) আমিন উল আহসান জানান, সোমবার থেকে বুধবার (০৭ ফেব্রুয়ারি) পর্যন্ত এ মেলা চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য এটি উন্মুক্ত থাকবে।

মেলা চলাকালীন রচনা, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতার আয়োজন রাখা হয়েছে। এছাড়াও প্রতিদিন সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

সোমবার সকাল ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার মেলার উদ্বোধন করবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

প্যাভিলিয়ন-১ এর আওতায় ই-সেবাসমূহ, প্যাভিলিয়ন-২ এ ডিজিটাল সেন্টার, ব্যাংক, ফিনান্সিয়াল, প্যাভিলিয়ন-৩ এ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জেলা ব্রান্ডিং, প্যাভিলিয়ন-৪ এ শিক্ষা এবং প্যাভিলিয়ন-৫ এ থাকবে তরুণ উদ্ভাবকদের স্টলসমূহ।  

সরকারি ভাবে ই-সেবার প্রচারণা, তথ্য প্রযুক্তি ব্যবহার করে শিক্ষার গুণগতমান উন্নয়ন, ই-কমার্স ব্যবস্থাপনা এবং তরুণ উদ্ভাবকদের উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটানোর উদ্দেশে নিয়ে এ মেলার আয়োজন করা হচ্ছে।

সম্মেলনে খুলনা জেলার স্থানীয় সরকারের উপ-পরিচালক ইশরাত জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূর-ই-আলম ও খুলনা প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৮
এমআরএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।