ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

তেজগাঁওয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৮
তেজগাঁওয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা-ছবি-বাংলানিউজ

ঢাকা: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সাতরাস্তায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থীরা। একাডেমিক বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষার্থীরা এই বিক্ষোভ করেন।

রোববার (৪ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিক থেকে সাতরাস্তায় বুটেক্স ক্যাম্পাসের সামনে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। বেলা পৌনে ১টার দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা সড়ক থেকে সরে যান।

কোনো ট্রামের রেজাল্ট পরীক্ষার ১ মাসের মধ্যে দেওয়া, রেজাল্টের ১৫ দিনের মধ্যে সাপ্লিমেন্ট নেওয়া, চার বিষয়ের বেশি ফেল থাকলে ইন্টার্নশিপ করতে দেওয়া, সাপ্লিমেন্ট ফি কমানোসহ নানা দাবি আদায়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।

তেজগাঁও জোনের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) মোহাম্মদ বাকী বিল্লাহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বাংলানিউজকে জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বোর্ড মিটিংয়ে শিক্ষার্থীদের দাবি উত্থাপন করবে। তাদের দাবি মেনে নিতে কর্তৃপক্ষ সুপারিশ করবে।  

তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদউদ্দিন জানান, বিক্ষোভের কারণে তেজগাঁও সাতরাস্তা এলাকার সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল। তবে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৮
এসজেএ/এজেডএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।