ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সেই শিশুর দা‌বি পূরণ কর‌লেন মেয়র খোকন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৮
সেই শিশুর দা‌বি পূরণ কর‌লেন মেয়র খোকন রাস্তা‌টি প‌রিষ্কার করার সময় দীপুময় দা‌স। ছ‌বি: বাংলানিউজ

ঢাকা: নিজের স্কু‌লে একটি অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনকে কা‌ছে পে‌য়ে ম‌নের আকু‌তি জানিয়ে‌ছিলো সি‌দ্বেশরী বালক উচ্চ বিদ্যাল‌য়ের চতুর্থ শ্রেণির ছাত্র দীপুময় দাস।

‌চলতি বছরের ৩১ জানুয়া‌রিতে নিজ স্কু‌লে 'জনতার মু‌খোমু‌খি' অনুষ্ঠানে ছোট শিশু দীপু ডিএসসিসি'র মেয়র সাঈদ খোকনকে বলেছিলো, ‘মেয়র আঙ্কেল রাস্তায় পা‌নি জমে থাকে’ ‘মেয়র আঙ্কেল সিদ্বেশ্বরী- ১৬ এর রাস্তায় সব সময় পা‌নি জমে থাকে, সঙ্গে ময়লা আর যানজটে আ‌মি স্কুলে যেতে পা‌রি না। আমার এই রাস্তা ঠিক করে দেবেন আ‌ঙ্কেল?'

তার আকুতির উত্তরে 'মেয়র' ছোট দীপুকে কথা দি‌য়ে‌ছি‌লেন 'তোমার রাস্তা ঠিক ক‌রে দে‌বো।

এরপর তোমার কা‌ছে সুন্দর রাস্তার একটি ছ‌বিও পা‌ঠি‌য়ে দে‌বো। সে‌দিন শত শত জনতার মাঝে প্রথ‌মেই মাই‌ক্রো‌ফোন হা‌তে তু‌লে নিয়েছিলো ছোট শিশু দীপু।

মাই‌ক্রো‌ফোন হা‌তে নি‌য়ে মেয়র সাঈদ‌কে উ‌দ্দে‌শে ক‌রে ব‌লেন, মেয়র আ‌ঙ্কেল ১৬ সি‌দ্বেশরী রাস্তায় সব সময় পা‌নি জ‌মে থা‌কে, সঙ্গে ময়লা আর যানজট, আ‌মি স্কু‌লে যে‌তে পা‌রি না। আমার এ রাস্তা  ঠিক করে দেবেন। মেয়র স‌ঙ্গে স‌ঙ্গে তার কর্মকর্তা‌দের নি‌র্দেশ দেন ঠিক ক‌রে দে‌ওয়ার।

রোববার (৪ ফেব্রুয়া‌রি) রাস্তা‌টি প‌রিষ্কার ক‌রে চলাচল উপ‌যোগী ক‌রে দেয় ডিএস‌সি‌সির মেয়র। এজন্য মেয়র‌কে ধন্যবাদ জা‌নায় সেই শিশু।

বাংলা‌দেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, ফেব্রুয়া‌রি ০৪, ২০১৮
এসএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।