ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

না'গঞ্জে বিএনপির ২ নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৮
না'গঞ্জে বিএনপির ২ নেতা আটক আটক বিএনপির এক নেতাকে লেগুনায় করে নিয়ে যাচ্ছেন পুলিশ সদস্য/ ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা ও সিদ্ধিরগঞ্জ ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধানকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে সদর মডেল থানা পুলিশ মাসুদকে ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বাবুলকে নাশকতার অভিযোগে আটক করে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার বাংলানিউজকে জানান, নাশকতার অভিযোগে বাবুল নামে একজনকে আটক করা হয়েছে।

তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।  

মহানগর যুবদলের আহ্বায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বাংলানিউজকে জানান, যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানাকে আটক করেছে পুলিশ। দ্রুত তার মুক্তির দাবি করেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।