ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

আইসিসিবিতে বসুন্ধরা এলপি গ্যাসের সচেতনতামূলক ক্যাম্পেইন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৮
আইসিসিবিতে বসুন্ধরা এলপি গ্যাসের সচেতনতামূলক ক্যাম্পেইন কর্মশালা পরিচালনা করেন বসুন্ধরা এলপিজি’র সেলস ডিভিশনের হেড মীর টিআই ফারুক রিজভী। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: ‘এলপি গ্যাস ব্যবহারের প্রশিক্ষণ নিন, নিরাপদ থাকুন প্রতিদিন’ শীর্ষক স্লোগান নিয়ে বসুন্ধরা এলপি গ্যাস জেলা, উপজেলা পর্যায়ে ‘নিরাপদ নিবাস’ নামে চতুর্থবারের মতো দেশব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু হয়েছে। এলপি গ্যাসের যথাযথ ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে বসুন্ধরা এলপি গ্যাস দেশব্যাপী গৃহিণীসহ সংশ্লিষ্টদের নিয়ে এ সচেতনতামূলক কর্মসূচি চালাচ্ছে।

এরই অংশ হিসেবে রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবিতে) প্রায় আড়াই শতাধিক গৃহিণীর অংশগ্রহণে একটি কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালা পরিচালনা করেন বসুন্ধরা এলপিজি’র সেলস ডিভিশনের হেড মীর টিআই ফারুক রিজভী।

বিশেষ অতিথি ছিলেন চিত্রনায়িকা পপি, চিত্রনায়ক রিয়াজ ও অভিনেত্রী দীপা খন্দকার।

কর্মশালায় ফারুক রিজভী বলেন, বাংলাদেশের ১নং এলপি গ্যাস ব্র্যান্ড বসুন্ধরা এলপি গ্যাস কর্পোরেট দায়বদ্ধতা থেকে এ ধরনের কর্মশালার আয়োজন করে চলেছে। এরইমধ্যে দেশের ৪১ জেলায় এ কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সকল জেলা-উপজেলায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, বসুন্ধরা এলপি গ্যাস সিলিন্ডার ল্যাবরেটরিতে বিভিন্ন ধাপে পরীক্ষা ও নিরীক্ষার পর বাজারজাত করা হয়, ফলে এর সিলিন্ডারের সর্বোত্তম সুরক্ষা নিশ্চিত করা হয়, যা অন্যান্য প্রতিষ্ঠানের সিলিন্ডারের চেয়ে অনেক বেশি নির্ভরযোগ্য।

বসুন্ধরা এলপিজি’র সেলস ডিভিশনের হেড মীর টিআই ফারুক রিজভীর পরিচালনায় কর্মশালা অতিথি ছিলেন পপি, দীপা খন্দকার ও রিয়াজ।  ছবি: শাকিল আহমেদএলপি গ্যাসের পরিচিতি, বৈশিষ্ট্য, নানা তথ্য-উপাত্ত, গ্যাসের চুলা ব্যবহারে সাবধানতার কৌশল ইত্যাদি সচিত্র বিবরণী উপস্থাপন করেন তিনি।

গৃহিণীদের উদ্দেশ্যে চিত্রনায়িকা পপি বলেন, ‘বসুন্ধরা এলপি গ্যাসের উদ্যোগে নারীদের নিয়ে এ ধরনের সচেতনতামূলক আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। শুরু থেকেই আমি চেষ্টা করেছি এই ক্যাম্পেইনের সঙ্গে থাকতে। দেশব্যাপী গৃহিণীদের দৃষ্টান্তমূলক স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এ ক্যাম্পেইনের প্রয়োজনীয়তা ও সার্থকতা প্রতিফলিত হয়। ’

দীপা খন্দকার বলেন, ‘এলপি গ্যাস ব্যবহার করাটা যে খুবই স্বাচ্ছন্দপূর্ণ তা যেমন এই কর্মশালার মাধ্যমে আমরা জানতে পারি, তেমনি কী ধরনের সতর্কতামূলক বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, তাও এখান থেকে আমরা শিখতে পারছি। আর এ শেখাটাই আমরা আমাদের পরস্পরকে সচেতন করে তোলার কাজে লাগাতে পারি’।

চিত্রনায়ক রিয়াজ বলেন, ‘বসুন্ধরার এলপি গ্যাসের এমন সচেতনতামূলক কার্যক্রমে আসতে পেরে সত্যি খুব আনন্দবোধ করছি। নিরাপদ নিবাস নিশ্চিত করতে গৃহিণীদের পাশাপাশি অবশ্যই পরিবারের অন্য সদস্যদের ও সচেতন থাকা উচিত। এই কর্মশালা সত্যিই আমাদের সবাইকেই অনুপ্রাণিত করেছে এলপি গ্যাস ব্যবহারে আরও সচেতন হতে এবং পরিবারের সবাইকে কীভাবে সহজেই নিরাপদ রেখে এক সুন্দর নিরাপদ নিবাস গড়ে তোলা যায়’।

বসুন্ধরা এলপি গ্যাস সিলিন্ডার
তিনজনই কর্মশালায় উপস্থিত থেকে র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক এবং ইডব্লিউপিডি, বিসিডিএল ও আইসিসিবি’র মানবসম্পদ প্রধান ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা, বসুন্ধরা এলপি গ্যাসের হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স মাহাবুব আলম, হেড অব মার্কেটিং এমএম জসীম উদ্দীন, হেড অব সাপ্লাই চেইন আব্দুস শুকুর, স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্টের জিএম জাকারিয়া জালাল, অডিট বিভাগের জিএম সেলিম রেজাসহ বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় পরিবেশকরা।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৮
এসআই/এইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।