ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

দলিল লেখকের বাড়ি থেকে বিভিন্ন দপ্তরের সিল-জাল দলিল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৮
দলিল লেখকের বাড়ি থেকে বিভিন্ন দপ্তরের সিল-জাল দলিল জব্দ দলিল লেখকের বাড়িতে অভিযান

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে এক দলিল লেখকের ঘর থেকে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর প্রধানদের দাপ্তরিক সিল, জাল স্ট্যাম্প, নাগরিকত্ব ও ওয়ারিশান সনদ জব্দ করা হয়েছে। অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে ওই দলিল লেখক পালিয়ে যান।

রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোকলেছুর রহমান অভিযান পরিচালনা করে এসব জব্দ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার জগদীশপুর গ্রামের রনু দত্তের ছেলে রূপক দত্তের (৩৫) বিরুদ্ধে একই ইউনিয়নের বেজুড়া গ্রামের মৃত নুর মিয়ার ছেলে তাউছ মিয়া মনু উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর জাতিয়াতির বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন।

এরই প্রেক্ষিতে রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান মিলন, কানন গো আব্দুল মান্নান পাটোয়ারী, থানার এসআই শহিদুল ইসলামসহ একটি দল চারাভাঙ্গা সাব রেজিস্টার অফিসের ১৩৪নং সনদপ্রাপ্ত দলিল লেখক রূপকের বাড়িতে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে তার বসতঘর থেকে জেলা রেকর্ড রুম, সাব রেজিস্টার, জেলা রেজিস্টার, সহকারী কমিশনার (ভূমি), সেটেলমেন্ট কর্মকর্তা, কাননগো, রেভিনিউ অফিসার, নামজারি আবেদন, বিপুল পরিমাণ দলিল, স্ট্যাম্প, ডিসিআর, দখিলা, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বারদের সিলসহ নাগরিকত্ব, ওয়ারিশান, জন্মসনদ পাওয়া যায়।

সূত্রে আরও জানা যায়, রূপক দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেটে জাতিয়াতির কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জালিয়াতির কারণে রূপকের প্রতিবেশী এক দলিল লেখকের লাইসেন্স বাতিল হয়েছে বিগত কয়েক বছর আগে।

তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোকলেছুর।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ০৪ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।