ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সাবেক এমপি ওসমান সরওয়ারের সহধর্মিনী আর নেই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৮
সাবেক এমপি ওসমান সরওয়ারের সহধর্মিনী আর নেই রওশন সরওয়ার আলম চৌধুরী । ছবি: সংগৃহীত

কক্সবাজার: মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য, সংযুক্ত আরব আমিরাতের সাবেক রাষ্ট্রদূত প্রয়াত ওসমান সরওয়ার আলম চৌধুরীর সহধর্মিনী রওশন সরওয়ার আলম চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি... রাজিউন)।

রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউতে) শেষ নিশ্বাঃস ত্যাগ করেন তিনি।

মরহুমা রওশন সরওয়ার কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সাইমুম সরওয়ার কমল, সাবেক রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরীর মা।

কক্সবাজার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী বাংলানিউজকে বলেন, সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ২টায় রামু স্টেডিয়ামে আমার মায়ের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

এদিকে রওশন সরওয়ারে মৃত্যুতে পৃথক বার্তায় শোক জানিয়েছেন  উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদি ও মহেশখালী- কুতুবদিয়া আসনের সংসদ আশেক উল্লাহ রফিক এমপিসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৮
টিটি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।