ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কমলনগরে সরকারি গাছ বিক্রির অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৮
কমলনগরে সরকারি গাছ বিক্রির অভিযোগ কমলনগর উপজেলায় বনবিভাগের সরকারি গাছ কেটে নেওয়া হয়েছে/ ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় বনবিভাগের সরকারি গাছ বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। গাছ কেটে নেওয়ার সময় গাছের গুড়ি আটক করেছে স্থানীয়রা। পরে খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা তিনটি গুড়ি জব্দ করে। 

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ফাজিল বেপারীরহাট সংলগ্ন রাস্তার পাশ থেকে একটি আকাশমনি গাছ কেটে নেওয়ার সময় তা জব্দ করা হয়।  

স্থানীয়রা জানায়, উপজেলার করাইতলা এলাকার মো. জামাল নামে এক ব্যক্তি ফাজিল বেপারীরহাট বাজারের ফার্নিচার ব্যবসায়ীর কাছে ওই গাছ বিক্রি করেছে।

গাছ বিক্রেতা জামাল নিজেকে বন বিভাগের লোক বলে দাবি করেন বলে অভিযোগ স্থানীয় লোকজনের।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. ইসমাইল বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গেলে শ্রমিকরা জানায়, জামাল ফার্নিচার ব্যবসায়ী শাহজালালের কাছে গাছটি বিক্রি করেছে। সে কারণে তারা গাছ কেটে নিচ্ছে। পরে এলাকার লোকজনের সহযোগিতায় গাছের গুড়ি গুলো আটক করা হয়।

অভিযুক্ত জামাল বলেন, মরা গাছ, বিদ্যুতের খুঁটি সংলগ্ন হওয়ায় গাছটি কাটা হয়েছে।  

তবে ফার্নিচার ব্যবসায়ী শাহজালালের সঙ্গে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি।

কমলনগরের বনপ্রহরী মো. মেহেদী বাংলানিউজকে বলেন, গাছের তিনটি গুড়ি স্থানীয় ইউপি সদস্য ইসমাইলের জিম্মায় রাখা হয়েছে।

কমলনগর উপজেলা বন কর্মকর্তা পারভেজ আহমেদ বাংলানিউজকে জানান, সরকারি গাছ কেটে নেওয়া কিংবা বিক্রি করার সুযোগ নেই। জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮
এসআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।