ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরব‌নে মু‌ক্তিপ‌ণের দা‌বি‌তে ৮ জে‌লে অপহৃত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৮
সুন্দরব‌নে মু‌ক্তিপ‌ণের দা‌বি‌তে ৮ জে‌লে অপহৃত

সাতক্ষীরা: সুন্দরব‌নে মুক্তিপণের দাবিতে আট জেলেকে অপহরণ করে নিয়ে গেছে দস্যু সাহেব বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ভোরে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের আড় পাঙ্গাশিয়া নদীর বালিঝাকি খাল থেকে তাদের অপহরণ করা হয়।

অপহৃত জেলেরা হলেন-সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের রহিম সরদারের ছেলে আব্দুর রহমান (২৬), একই গ্রামের ছবেদ আলী শেখের ছেলে আব্দুর রশিদ (৪০), ইব্রাহিম গাজীর ছেলে সাদেক আলী (৩৮), সাখাওয়াত উল্লাহ গাজীর ছেলে শাহজাহান শেখ (৪৫), একই ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামের শামসু গাজীর ছেলে নুর ইসলাম (২৩), একই গ্রামের মারফত উল্লাহ পুটির ছেলে খোকা শেখ (২৫), ছহিল উদ্দিনের ছেলে মিজান শেখ (৪২) ও গোলজার খার ছেলে আমিনুর রহমান (৪০)।

ফিরে আসা জেলে ৯নং সোরা গ্রামের শহীদ শেখ ও দুল গাজী জানান, তারা বৈধ পাশ নিয়ে এক সপ্তাহ আ‌গে সুন্দরবনে কাঁকড়া ধরতে যান। ভোরে সুন্দরবনের আড় পাঙ্গাশিয়া নদীর বালিঝাকি এলাকা থেকে তাদের আট সহকর্মীকে মাথাপিছু ৪০ হাজার টাকা করে মুক্তিপণের দাবিতে দস্যু সাহেব বাহিনীর সদস্যরা তুলে নিয়ে যায়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আব্দুল মান্নান ও সুন্দরবন সাতক্ষীরা রে‌ঞ্জের সহকারী বন সংরক্ষক শো‌য়েব খান বাংলা‌নিউজ‌কে বলেন, এ ধরনের কোনো তথ্য আমাদের জানা নেই। জেলেরা এ ব্যাপারে কোনো অভিযোগ দেয়নি। তবুও খোঁজ-খবর নিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, ০৬ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।