ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় ডিসিসি সাবেক কর্মকর্তার ব্যাংক হিসাব জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৮
কুষ্টিয়ায় ডিসিসি সাবেক কর্মকর্তার ব্যাংক হিসাব জব্দ দুর্নীতি দমন কমিশন

কুষ্টিয়া: ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের অবসরপ্রাপ্ত উচ্চমান সহকারী তানজিলুর রহমানের ১ কোটি ১০ লাখ টাকার ব্যাংক হিসাব জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) কুষ্টিয়া।

দুর্নীতি করে জ্ঞাত আয় বহির্ভূত এবং মানিলন্ডারিং-এর অভিযোগে এ ব্যাংক হিসাব জব্দ করা হয়।
 
মঙ্গলবার (০৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় দুদকের তদন্তকারী একটি দল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কুষ্টিয়া শাখার তিনটি হিসাবের অনুকূলে গচ্ছিত এফডিআর করা এসব টাকা জব্দ করেন।

বিষয়টি নিশ্চিত করে দুর্নীতি দমন কমিশন দুদক’র পিপি অ্যাডভোকেট আমিরুল ইসলাম জানান, কুষ্টিয়া শহরের ২৫৫/১ এনএস রোডের বাসিন্দা ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের অবসরপ্রাপ্ত উচ্চমান সহকারী তানজিলুর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সংক্রান্ত তথ্যানুসন্ধান কালে দুদকের তদন্তকারী দল বিভিন্ন ব্যাংক হিসাবের সন্ধান পান। বিষয়টি কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক অরূপ কুমার গোস্বামী’র আদালতে বিচারাধীন মামলা ফৌজদারী বিধি নং ১৫৭/১৮ এর নথিভুক্ত করে নজরে আনায় শুনানি শেষে বিজ্ঞ আদালত রায় দেন- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের তিনটি হিসাবের অনুকূলে গচ্ছিত ১ কোটি ১০ লাখ টাকার এফডিআর জব্দ করা হোক।
পিপি আরও জানান, এ মামলার আসামি তানজিলুর রহমানের কুষ্টিয়া শহরে প্রায় অর্ধ ডজন বহুতল ভবন এবং কুষ্টিয়া-ঢাকার বিভিন্ন ব্যাংক হিসাবের আরও তথ্য অনুসন্ধান করছে দুদক।

এ বিষয়ে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক মো. কাসেদ আলীর সঙ্গে কথা বলতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ০৬ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।