ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৮
শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় মরম আলী (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মজিদ মিয়া নামে অপর একজন।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মরম জেলার বাহুবল উপজেলার জাঙ্গালিয়া গ্রামের মৃত খুর্শেদ আলীর ছেলে।

আহত মজিদ একই উপজেলার জাঙ্গালিয়া গ্রামের আব্দুল হকের ছেলে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার বাংলানিউজকে জানান, রাতে সিএনজি চালিত একটি অটোরিকশা হাইওয়ে রাস্তা ক্রস করে শায়েস্তাগঞ্জ থানার সামনের রাস্তা থেকে অপরদিকের রাস্তায় যাচ্ছিল। এসময় একটি গাড়ি সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে সিএনজি যাত্রী মরম ও চালক মজিদ গুরুতর আহত হন।

হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত সহকারী উপপরিদর্শক (এএসআই) মনির হোসেন বাংলানিউজকে জানান, স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ওই হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মরমকে মৃত ঘোষণা করেন।

এছাড়া আহত সিএনজি চালককে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ (ওমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।