ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

জননিরাপত্তায় প্রস্তুত র‌্যাবও

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৮
জননিরাপত্তায় প্রস্তুত র‌্যাবও জননিরাপত্তায় প্রস্তুত র‌্যাবও

ঢাকা: ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে সহিংসতার আশঙ্কায় জননিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীজুড়ে বাড়তি নিরাপত্তার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঢাকার প্রবেশ পথগুলোতে নিরাপত্তা জোরদারের পাশাপাশি বাড়ানো হয়েছে তল্লাশি চৌকি। পুলিশ ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যদের সঙ্গে সমন্বয় করে রাজধানীজুড়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যদেরও বাড়তি তৎপরতা চোখে পড়েছে।


 
মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) রাজধানীর ঝুঁকিপূর্ণ বিবেচনায় বিএনপির পল্টন কার্যালয়সহ বিভিন্ন এলাকার সড়কে র‌্যাবের মোটরসাইকেল পেট্রোল টিমের বাড়তি তৎপরতা দেখা গেছে। বিভিন্নস্থানে র‌্যাবের তল্লাশি চৌকিও চোখে পড়ার মতো।
 
র‌্যাব জানায়, ৮ ফেব্রুয়ারিকে সামনে রেখে পুলিশ সদর দফতর থেকে নিরপত্তা ব্যবস্থার নির্দেশনা দেওয়া হয়েছে। এতে সকল বাহিনীর সঙ্গে সমন্বয় করে র‌্যাবও কাজ করছে।

র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমরানুল হাসান বাংলানিউজকে বলেন, আমাদের রুটিন পেট্রোল সবসময়ই চলে। তবে ৮ ফেব্রুয়ারিকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেনো ভালো থাকে সেজন্য পেট্রোল বাড়ানো হয়েছে।

৮ তারিখের নিরাপত্তার বিষয়ে পুলিশ সদর দফতর থেকেও জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সারাদেশে র‌্যাবের নিরাপত্তা জোরদারের পাশাপাশি ঢাকার গুরুত্বপূর্ণ স্থান এবং স্থাপনাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। চেকপোস্টে বাড়তি তৎপরতা রয়েছে এবং এগুলো চলমান থাকবে।

র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বাংলানিউজকে বলেন, ৮ ফেব্রুয়ারি খালেদার রায়কে কেন্দ্র করে সারাদেশে পুলিশের পাশাপাশি র‌্যাবের টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া কেউ সহিংসতা ঘটানোর চেষ্টা করলে তাকে ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।
 
এরআগে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী জানান, জানমালের নিরাপত্তায় পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে।

সহিংস বিএনপিকে নিয়ন্ত্রণে রাখতে প্রস্তুত পুলিশ
 
বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮
পিএম/এজেডএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।