ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ঘন কুয়াশায় শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৮
ঘন কুয়াশায় শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ 

মুন্সীগঞ্জ: ঘন কুয়াশার কারণে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বর্তমানে মাঝ পদ্মায় ৬টি ফেরি নোঙর করা রয়েছে। 

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টার দিকে কুয়াশার প্রভাব বাড়তে থাকলে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ। ঘাট এলাকায় বর্তমানে ২ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আছে।

 

শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসি’র সহকারী ব্যবস্থাপক মো. জসিম বাংলানিউজকে জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে চালকরা মার্কিং পয়েন্ট ও বিকন বাতি দেখতে না পারায় ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এসময় মাঝ পদ্মার বিভিন্ন পয়েন্টে ছোট-বড় ৬টি ফেরি নোঙর করে রাখা হয়েছে। কুয়াশার প্রভাব কেটে গেলে ফেরি চলাচল সচল হবে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ০২২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।