ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সলঙ্গায় যৌন উত্তেজক সিরাপ উদ্ধার, ৪ জনের কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৮
সলঙ্গায় যৌন উত্তেজক সিরাপ উদ্ধার, ৪ জনের কারাদণ্ড

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় নকল যৌন উত্তেজক সিরাপ তৈরি ও বিক্রির দায়ে ৪ জনের প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উল্লাপাড়া নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান এ দণ্ড প্রদান করেন। এর আগে সন্ধ্যায় সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বর এলাকার চড়িয়া শিকার গ্রামে অভিযান চালিয়ে এসব সিরাপ জব্দ ও ওই চারজনকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র‌্যাব-১২ এর সদস্যরা।

সাজার আদেশ প্রাপ্তরা হলেন- সলঙ্গা থানার চড়িয়া শিকার গ্রামের আফজাল হোসেনের ছেলে তারা মিয়া (৫১), ইউনুছ আলীর ছেলে নান্নু (৩৫), পাটধারী গ্রামের শান্তাহার আলীর ছেলে হারুন (২৭) ও নুরুল ইসলামের ছেলে আহাম্মদ আলী (৩০)।  

র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সাফায়াত আহম্মেদ সুমন পিএসসি বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ হাজার পিস নকল যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়। এসব সিরাপ তৈরি ও বিক্রির অভিযোগে ওই চারজনকে আটক করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দ করা সিরাপ ধ্বংস করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৪৫৬ ঘণ্টা, ফেব্রুযারি ০৭, ২০১৮
আরআর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।