ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে ক্রেন ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৮
বাগেরহাটে ক্রেন ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত

বাগেরহাট: বাগেরহাটে ক্রেন ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন। এসময় আরো ৮ শ্রমিক আহত হয়েছেন।

বুধবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রায়েন্দা-তাফালবাড়ি সড়কে শরণখোলায় বেড়িবাঁধ নির্মাণ কাজে ব্যবহৃত শ্রমিকবাহী ক্রেন ট্রাক উল্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার চালরায়েন্দা গ্রামের আ. মান্নান মীরের ছেলে তুহিন (৩৮) ও তাফালবাড়ি গ্রামের পুলিন হালাদারের ছেলে পলাশ (৩০)।

আহতরা হলেন- কবির মীর (৩৫), দুলাল হাওলাদার (২৫), মো. রনি (২৪), মো. হেলাল (১৮), বাবুল হাওলাদার (৩৮), খোকন গাজী (৩৫), রিয়াজ জমাদ্দার (৩০) ও সজিব (৩৪)। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম বাংলানিউজকে জানান, শরণখোলার পানি উন্নয়ন বোর্ডের পোল্ডারে টেকসই বাঁধ নির্মাণে নিয়োজিত পিএইচডব্লিউই নামে চায়নার ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজে ব্যবহৃত সিটি-০০৩ নম্বরের ক্রেন ট্রাকটি ১৫ জন শ্রমিক নিয়ে রায়েন্দা থেকে তাফালবাড়ি যাচ্ছিলো। ট্রাকটি লাকুড়তরা বাজার সংলগ্ন ব্রিজের মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনস্থলেই দুইজন নিহত ও আটজন আহত হন।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।