ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৮
জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সুনামগঞ্জ: সুনামগঞ্জের জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল-আমিন (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার পৌর শহরের ইকড়ছই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

আল আমিন পৌর এলাকার হবিবপুর কাঁচিবিলেরপাড় গ্রামের বাসিন্দা সামছুল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের ইকড়ছই এলাকায় বিদ্যুতের সাবস্টেশন থেকে একটি স্টিলের মই বের করার সময় উপরে থাকা বিদ্যুতের ৩৩ হাজার কেভি লাইনের তারের সঙ্গে মইটি স্পর্শ করে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল আমিন গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জগন্নাথপুর উপজেলা বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী পাবেল আহমদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।