ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

বৈঠকে বাংলাদেশ-যুক্তরাজ্যের দুই পররাষ্ট্রমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৮
বৈঠকে বাংলাদেশ-যুক্তরাজ্যের দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী/ছবি: শাকিল

ঢাকা: বাংলাদেশ ও যুক্তরাজ্য পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। শুক্রবার ( ০৯ জানুয়ারি) রাত সোয়া ৮টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক শুরু হয়।

বাংলাদেশের পক্ষে বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও যুক্তরাজ্যের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন।

ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে বরিস জনসন জানিয়েছেন, আধুনিক যুগে রোহিঙ্গাদের সংকট এবং দুর্ভোগ বিশ্বের সবচেয়ে বড় মানবিক বিপর্যয়।



এটা একটি মানবসৃষ্ট সংকট, যা সমাধানে সংশ্লিষ্টদের সঠিক রাজনৈতিক ইচ্ছা, সহনশীলতা এবং সহযোগিতা দরকার।

তিনি বলেন, বাংলাদেশ ছাড়াও এ বিষয়ে মিয়ানমার ও থাইল্যান্ড সফর করবো। অন সান সুচিরসহ আঞ্চলিক নেতাদের সঙ্গেও কথা বলব, সংকট সমাধানে কৌশল বের করতে।

এর আগে বিকেলে দু'দিনের সফরে (৯ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকায় এসেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশ-যুক্তরাজ্য দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় আলোচনা ছাড়াও কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন তিনি। প্রায় এক দশক পরে কোনো ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এলেন।

২০০৮ সালে তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড ঢাকায় এসেছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯,২০১৮
কেজেড/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।