ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৮
স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামী বায়োজিদ (২২) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। 

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার হাইজাদী ইউনিয়নের কাহেন্দী নোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বায়োজিদ ওই গ্রামের আ. মজিদের ছেলে।

জানা গেছে, এক বছর আগে নরসিংদী চৌঘরিয়া গ্রামের আব্দুল আলীর মেয়ের সঙ্গে বায়েজিদের বিয়ে হয়। বিয়ের পর থেকে ভালোভাবেই চলছিল তাদের সংসার। হঠাৎ বায়োজিদ তার স্ত্রী নাছিমার মেলায় যাওয়া নিয়ে মনোমালিন্য হয়। এরপর বায়োজিদ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।  

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক আত্মহত্যার ঘটনা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।