ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

জাতীয় ও ব্যক্তির নিরাপত্তায় সাইবার ক্রাইম রোধ প্রয়োজন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৮
জাতীয় ও ব্যক্তির নিরাপত্তায় সাইবার ক্রাইম রোধ প্রয়োজন মতবিনিময় অনুষ্ঠানে রাশেদ খান মেনন-ছবি-বাংলানিউজ

বরিশাল: জাতীয় ও ব্যক্তি নিরাপত্তার জন্য সাইবার ক্রাইম রোধ করা প্রয়োজন। আবার এটি রোধ করতে গিয়ে এমন না হয় যে, মাথাব্যাথা সারতে গিয়ে ধর কাটতে হয়।

শুক্রবার ( ৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সংগঠনের সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন একথা বলেন।

মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার গোটা দেশে পর্যাপ্ত উন্নয়ন করেছে।

উন্নয়নের বিষয়গুলোকে সংবাদমাধ্যমে বেশি বেশি করে তুলে ধরতে হবে। উন্নয়ন ও পজেটিভ বিষয়ে সংবাদ প্রকাশ করতে হবে।

তিনি বলেন, ৩২ ধারার বিষয় নিয়ে কিছু বক্তব্য থেকে যায়। যা আমরা পার্টির পক্ষ থেকে তুলে ধরেছি।  

মফস্বল সাংবাদিকদের ওয়েজবোর্ড বাস্তবায়নের লক্ষ্যে তিনি সরকারি নীতি নির্ধারণী পর্যায়ের ব্যক্তি ও সাংবাদিকদের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন।

বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুশান্ত ঘোষের সঞ্চালনায় মতবিনিময়কালে বক্তব্য দেন- বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, সাবেক সভাপতি আনিসুর রহমান স্বপন, বর্তমান সহ-সভাপতি বিধান সরকার, সাধারণ সম্পাদক বাপ্পি মজুমদার প্রমুখ।  

এসময় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মো. আলী জসিম, সাবেক সাধারণ সম্পাদক কামাল মাসুদুর রহমান, কামরুল আহসান, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক কামাল, কোষাধ্যক্ষ রবিউল ইসলাম, দপ্তর ও প্রচার সম্পাদক মো. মুশফিকুর রহমানসহ সংগঠনের সদস্যরা।  

মতবিনিময় শেষে সাংবাদিক প্রয়াত মাসুম বিল্লাহ খান শামীমের স্ত্রী ও সন্তানের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৮
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।