ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৮
কিশোরগঞ্জে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক কিশোরগঞ্জে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ মাজহারুল ইসলাম জুম্মন (২৯) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

শুক্রবার (০৯ ফেব্রুয়ারি)) রাতে কিশোরগঞ্জ শহরের বত্রিশ মনিপুরঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

মাজহারুল ইসলাম জুম্মন কিশোরগঞ্জ শহরের পশ্চিম তারাপাশা এলাকার আইয়ুব আলীর ছেলে।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে বত্রিশ মনিপুরঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ জুম্মনকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা করা হবে।

বাংলাদেশ সময়: ০৫০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।