ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

বদলগাছীতে হেরোইনসহ নারী আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৮
বদলগাছীতে হেরোইনসহ নারী আটক  বদলগাছীতে হেরোইনসহ নারী আটক 

নওগাঁ: নওগাঁর বদলগাছী উপজেলা থেকে আমেনা বেগম ( ৪২) নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার মহেষপুর মধ্যপাড়ার বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার হাসান আলীর স্ত্রী।

 

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রফিক বাংলানিউজকে জানান, হাসান ও আমেনা বেগম দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন বলে ডিবি পুলিশের কাছে খবর ছিল। এর ভিত্তিতে রাতে তাদের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় পাঁচ গ্রাম হেরোইনসহ আমেনাকে আটক করা হলেও হাসান বাড়িতে ছিলেন না।  

ওসি আরও জানান, আমেনার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বদলগাছী থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।