ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে বিভিন্ন মাদকসহ আটক ৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
দিনাজপুরে বিভিন্ন মাদকসহ আটক ৭

দিনাজপুর: দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭ মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬১ পিস নেশা জাতীয় অ্যাম্পল ইঞ্জেকশন, ২০ বোতল ফেনসিডিল, ৩৫ গ্রাম গাঁজা ও ১২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) গভীর রাত থেকে শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দিনাজপুর পুলিশের বিশেষ গোয়ান্দা শাখার (ডিএসবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ আল-আহসান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদক বিক্রেতাদের আটক করা হয়।

 

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৭টি মামলা দায়ের করা হয়েছে। তাদের দুপুরের মধ্যে দিনাজপুর আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।