ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে গ্রেফতার ৬৯, ককটেল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
ঝিনাইদহে গ্রেফতার ৬৯, ককটেল উদ্ধার পুলিশি অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজন

ঝিনাইদহ: ঝিনাইদহে নাশকতা এড়াতে অভিযান চালিয়ে ৬৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাতভর জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় উদ্ধার করা হয় ৩টি ককটেল।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, রাতভর অভিযান চালিয়ে নাশকতার পরিকল্পনা করার সময় সদর উপজেলা থেকে ৮ বিএনপি, ৩ জামায়াত, শৈলকুপা থেকে ৬ বিএনপি, হরিণাকুন্ডু খেকে ৯ বিএনপি ১ জামায়াত এবং কালীগঞ্জ থেকে ২ বিএনপি নেতাকর্মীকে গ্রেফতরা করা হয়েছে।

এছাড়াও বিভিন্ন মামলায় ৬ উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে আরও ৪০ জনকে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, ১০ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।