ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

তাড়াশে ৩৯০ পিস ইয়াবাসহ বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
তাড়াশে ৩৯০ পিস ইয়াবাসহ বিক্রেতা আটক ইয়াবাসহ আটক বিক্রেতা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাজেদুল ইসলাম (৩৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১২ সদস্যরা।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার সগুনা ইউনিয়নের সবুজপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।

আটক সাজেদুল উপজেলার সবুজপাড়া গ্রামের সেরাজুল ইসলামের ছেলে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে র‍্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের অফিস সহকারী আনোয়ার হোসেন।

এসময় তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সাফায়াত আহাম্মদ সুমনের নেতৃত্বে সবুজপাড়া গ্রামে অভিযান চালিয়ে সাজেদুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেট, মোবাইল ফোন ও নগদ ১,০৮০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, ১০ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।