ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে থ্রি-হুইলার খাদে পড়ে কিশোর নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
গোপালগঞ্জে থ্রি-হুইলার খাদে পড়ে কিশোর নিহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জে থ্রি-হুইলার খাদে পড়ে মঈন মুন্সি (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। এসময় আহত হয়েছে তার চাচা চালক আব্দুল খালেক মুন্সি (৩৫)।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের মাঝবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মঈনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কালিগঞ্জ গ্রামে।

আহত খালেক মুন্সীকে কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চাচা-ভাতিজা দু’জনে একটি থ্রি-হুইলারে করে গোপালগঞ্জ থেকে কোটালীপাড়ার দিকে আসছিলেন। পথে মাঝবাড়িতে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে সেটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় থ্রি-হুইলারের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মঈনের মৃত্যু হয়।
নিহতের মরদেহ তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, ১০ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।