ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

বিছানাকান্দিতে পাথর চাপায় শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
বিছানাকান্দিতে পাথর চাপায় শ্রমিকের মৃত্যু বিছানাকান্দিতে পাথর কোয়ারি

সিলেট: সিলেটের বিছানাকান্দিতে পাথর কোয়ারি ধসে পাথরের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছে সোহেল আহমদ (২০) নামে এক শ্রমিক।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কুলুমছড়াপাড় গোচর এলাকার সৃষ্ট সজিব মিয়ার কোয়ারিতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহেল আহমদ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ছোট সাকুয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সরকারি জমির মালিকানা ওই কোয়ারি থেকে পাথর উত্তোলন করছিলো শ্রমিকরা। এ সময় কোয়ারি ধসে পাথর চাপা পড়ে মারা যান সোহেল।  

স্থানীয় রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাহাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ঝুঁকিপূর্ণ অবস্থায় পাথর উত্তোলন করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।  

সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, শ্রমিক নিহতের খবর পয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পাথর উত্তোলন করতে গিয়ে চাপা পড়ে ওই শ্রমিক মারা যায়।  

গত ২৮ জানুয়ারি দুপুরে বিছনাকান্দিতে সরকারি জমিতে পাথর উত্তোলনের সময় ভূমিধসে আলী নুর নামে এক শ্রমিক নিহত ও সাতজন আহত হন।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
এনইউ/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।