ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ফেনসিডিলসহ ২ বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
সিরাজগঞ্জে ফেনসিডিলসহ ২ বিক্রেতা আটক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লা থেকে ৬০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজহারুল ইসলাম।

তিনি জানান, ভোরে মাহমুদপুর ওপেল গার্ডেন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

আটকরা হলেন- রাজশাহী জেলার পুঠিয়া থানার বিরালদহ বাজার গ্রামের মফিজুল ইসলাম টুলুর ছেলে এহতেশাম তানভীর (২৩) ও একই থানার মাইপাড়া বাজারের সহিজ উদ্দিনের ছেলে রিপন (২৪)।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।