ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
ফেনীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২০ দুর্ঘটনা ঘটনায় নিহত ব্যক্তি/ ছবি: বাংলানিউজ

ফেনী: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ধুমঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় যাত্রীবাস ও চালবাহী ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে আরো অন্তত ২০ জন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম মোরশেদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, লক্ষীপুর থেকে জোনাকি পরিবহনের একটি যাত্রীবাহী বাস চিটাগাং যাওয়া পথে ধুমঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি চালবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এতে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তন ২০জন।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।