ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ভৈরবে ৩০টি দোকান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
ভৈরবে ৩০টি দোকান পুড়ে ছাই ভৈরবে ৩০টি দোকান পুড়ে ছাই

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরবে মাছের আড়তে আগুন লেগে ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ভৈরব শহরের পলতাকান্দা এলাকায় মাছের আড়তে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

স্থানীয়রা জানান, সকালে শহরের পলতাকান্দা এলাকায় অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম মাছের আড়তে আগুন লাগে।

খবর পেয়ে ভৈরব ও আশুগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

ভৈরব মাছের আড়ত ব্যবসায়ী সমিতির সভাপতি মুজিবুর রহমান জানান, অগ্নিকাণ্ডে ২৫-৩০টি দোকানের আসবাবপত্রসহ পুড়ে গেছে। এতে করে তাদের পাঁচ থেকে সাত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ভৈরব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ম্যানেজার আজিজুল হক বাংলানিউজকে জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।