ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় ছুরিকাঘাতে দুই এসএসসি পরীক্ষার্থী আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
কুমিল্লায় ছুরিকাঘাতে দুই এসএসসি পরীক্ষার্থী আহত

কুমিল্লা: কুমিল্লা শহরের ধর্মসাগর পাড় এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইমতিয়াজ ও পাভেল নামে দুই এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। কিন্তু কি কারণে এমন ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

গুরুতর আহত ইমতিয়াজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। অপর আহত পাভেল প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। আহত ইমতিয়াজ কুমিল্লা জিলা স্কুল ও পাভেল মর্ডাণ হাইস্কুলের শিক্ষার্থী। তারা এবছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা দিচ্ছিলো।

কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. সালাহ উদ্দিন বাংলানিউজকে বলেন, এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি পরে জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।