ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে মাদক বিক্রি ও সেবনের দায়ে ২ জনকে কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
বরিশালে মাদক বিক্রি ও সেবনের দায়ে ২ জনকে কারাদণ্ড

বরিশাল: বরিশালে মাদক বিক্রি ও সেবনের দায়ে দুইজনকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নগরের নথুল্লাবাদ এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিচারক এই আদেশ দেন।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন- মাদকসেবী গাড়িচালক গৌরনদীর খাঞ্জাপুর এলাকার বাসিন্দা কাজী মো. রানা (২৮) ও নথুল্লাবাদ এলাকার বাসিন্দা ও মাদকবিক্রেতা সুলতান হাওলাদার (৪৫)।

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের পরিদর্শক দেওয়ান মো. জিল্লুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নথুল্লাবাদ এলাকায় অভিযান চালিয়ে প্রথমে মাদকসেবী রানাকে আটক করা হয়। পরে নথুল্লাবাদ থেকে সুলতানকে আটক করা হয়।  

বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান মাহামুদ রাসেলের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে তিনি সুলতানকে ৭ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেন। রানাকে ১৫ দিনের কারাদণ্ড ও ৫’শ টাকা জরিমানা অনাদায়ে দুইদিনের কারাদণ্ড দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।