ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে ২৫ কেজি গাঁজাসহ আটক ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
কক্সবাজারে ২৫ কেজি গাঁজাসহ আটক ২ রেহানা ও জাহেদ উল্লাহ। ছবি: বাংলানিউজ

কক্সবাজার: কক্সবাজার পৌরসভার কলাতলীর আদর্শগ্রাম থেকে ২৫ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৭) সদস্যরা।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- কক্সবাজার পৌরসভার উত্তর কুতুবদিয়া পাড়ার শফিক উল্লাহের স্ত্রী মোছাম্মৎ রেহানা (২৫) ও রহিম সওদাগরের ছেলে জাহেদ উল্লাহ (৩০)।

বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন র‌্যাব-৭ এর কক্সবাজার কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন।   আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে থানায় পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
টিটি/এইচএমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।